রাবি শিক্ষার্থীদের রেলপথে আগুন

স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে আগুন দেন। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি যাত্রাবাহী ট্রেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়ক থেকে একটি মিছিল নিয়ে চারুকলা অনুষদ-সংলগ্ন ঢাকা-রাজশাহী রেলপথের ওপর অবস্থান নেন। এ সময় তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। শনিবার রাতেও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে ছবিগুলো তুলেছেন শহীদুল ইসলাম

১ / ৬
শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন
২ / ৬
সাত দফার দাবিতে শিক্ষার্থীরা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন
৩ / ৬
রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভের কারণে স্টেশন থেকে ছেড়ে যায়নি না কোনো ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা
৪ / ৬
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনেই ঘুমিয়ে পড়েন অনেক যাত্রী
৫ / ৬
ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিচ্ছেন যাত্রীরা
৬ / ৬
স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়