ধাপের হাটের বাঁশ-বেতের পণ্য

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাটটি বেশি পরিচিত ধাপের হাট নামে। এই হাটে পণ্য কেনাবেচার জন্য আলাদা জায়গা আছে। হাটে বাঁশের তৈরি বাহারি পণ্য কেনাবেচা হয়।

১ / ১১
ধাপের হাটে বেশি পাওয়া যায় বাঁশের তৈরি পণ্য।
২ / ১১
আছে মাছ ধরার জন্য বাঁশের তৈরি ফাঁদ।
৩ / ১১
ধাপের হাটের বাঁশের ডালা-কুলার কদর রয়েছে বগুড়ায়।
৪ / ১১
হেমন্তকালে ধান ও চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় চালুনের। দেখেশুনে বাঁশের তৈরি চালুন কিনছেন ক্রেতারা।
৫ / ১১
বিভিন্ন কৃষিপণ্য আনা-নেওয়ার কাজ করা হয় ভাউরা দিয়ে (ভার)। হাটে বিক্রি হয় বাহারি নকশার ভার।
৬ / ১১
বাঁশ দিয়ে বানানো পণ্যের পাশাপাশি বেতের তৈরি পণ্যেরও কদর রয়েছে এই হাটে।
৭ / ১১
হাটে বিক্রির জন্য ছোট-বড় ডালা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাসমাগমও বেশি।
৮ / ১১
বাঁশের তৈরি বাহারি নকশার খাঁচার পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
৯ / ১১
গৃহিণীদের ধান-চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলা। সেগুলো দিয়ে দোকান সাজিয়েছেন একজন বিক্রেতা।
১০ / ১১
সংসারের নিত্যপ্রয়োজনীয় বাঁশের তৈরি পণ্যের চাহিদাও রয়েছে এই হাটে।
১১ / ১১
গৃহিণীদের ধান-চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলা। হাটে সংসারের নিত্যপণ্যের দোকান সাজিয়েছেন বিক্রেতারা।