ধান কাটা ও মাড়াইয়ের ধুম

গ্রামের মাঠে ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। কৃষকদের দম ফেলার ফুরসত নেই। বৈশাখের খরতাপের মধ্যে মাঠে মাঠে ধান কাটা, বহন ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শনিবার বগুড়ার নন্দীগ্রাম, নাটোরের সিংড়া ও নওগাঁ জেলার রানীনগর উপজেলা কয়েকটি গ্রাম ঘুরে তোলা ছবির গল্প

১ / ১০
কৃষকেরা দলবেঁধে বোরো ধান কাটছেন
২ / ১০
কাটা ধান বাড়িতে নিতে ব্যস্ত কৃষক
৩ / ১০
মাথায় ধানের আঁটি নিচ্ছেন কৃষক
৪ / ১০
ধানের আাঁটি বহন করছেন কৃষক
৫ / ১০
ধানের আঁটি নিয়ে যাচ্ছেন কৃষক
৬ / ১০
মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ
৭ / ১০
ভ্যানে ভরে ধান নিয়ে যাচ্ছেন এক কৃষক
৮ / ১০
মাড়াই করা ধান স্তূপ করছেন এক কৃষক
৯ / ১০
মাড়াই করা ধান বিক্রির জন্য বস্তায় ভরে রেখেছেন কৃষকেরা
১০ / ১০
প্রতি মণ ধান ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে