প্রথম আলো আনন্দমেলা

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে আশপাশের এলাকায় বসবাসকারী শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষদের নিয়ে প্রথম আলোর আয়োজনে আনন্দমেলা অনুষ্ঠিত হয়। ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম

১ / ১৬
শিশু-কিশোর ও তরুণেরা চিত্রাঙ্কন করছেন।
২ / ১৬
প্রথম আলোর আনন্দমেলা অনুষ্ঠানে শিশু-কিশোর ও তরুণদের হাতে জাতীয় পতাকা।
৩ / ১৬
শিশুদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা।
৪ / ১৬
মঞ্চে রোবটের সঙ্গে নাচছে শিশু-কিশোরেরা।
৫ / ১৬
আনন্দে মেতেছে শিশুরা।
৬ / ১৬
মুখে চামচ ধরে মারবেল নিয়ে ছুটে চলেছে শিশুরা।
৭ / ১৬
জমেছে পুতুলনাচের আসর।
৮ / ১৬
বায়োস্কোপ দেখতে ব্যস্ত শিশুরা।
৯ / ১৬
‘লাকি বোর্ড’–এ ভাগ্য পরীক্ষা করছে শিশুরা।
১০ / ১৬
প্রথম আলোর আয়োজনে আনন্দমেলায় বাংলাদেশে এআইএমএ ইলেকট্রিক মোটরসাইকেলের পরিবেশক ডিএক্স নিউ এনার্জি ইলেকট্রিক মোটরসাইকেল। উত্তরা ১২ নম্বর সেক্টর পার্ক, ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
১১ / ১৬
বাংলাদেশে এআইএমএ ইলেকট্রিক মোটরসাইকেলের পরিবেশক ডিএক্স নিউ এনার্জি ইলেকট্রিক মোটরসাইকেল পরীক্ষামূলকভাবে চালিয়ে (টেস্ট ড্রাইভ) দেখছেন এক তরুণী। উত্তরা ১২ নম্বর সেক্টর পার্ক, ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
১২ / ১৬
আনন্দমেলা অনুষ্ঠান শেষে পুরস্কার বিজয়ীর হাতে ডিএক্স নিউ এনার্জি এআইএমএ এফ ৬২৬ মডেলের একটি ইলেকট্রিক মোটরসাইকেল হস্তান্তর করেন ডিএক্স নিউ এনার্জির হেড অব বিজনেস হারুন-অর-রশীদ। এ সময় উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উত্তরা ১২ নম্বর সেক্টর পার্ক, ঢাকা, ২৯ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
১৩ / ১৬
আনন্দমেলায় এসে মঞ্চে কবিতা আবৃত্তি করছে শিশুরা।
১৪ / ১৬
রিং নিক্ষেপ করে জুস নিচ্ছে মেলায় অংশগ্রহণকারীরা।
১৫ / ১৬
উপহার পাওয়ার জন্য লুডুর বোর্ডে ছক্কা ফেলছে এক শিশু।
১৬ / ১৬
মাসকট শোতে এসে মঞ্চে উঠে নাচছে এক শিশু।