যমুনার চরে গবাদিপশুর বাথান

যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে বাথান করে গবাদিপশু লালন–পালন করা হয়। ভুট্টা ব্যাপারীর বাথানে আছে শতাধিক গরু-বাছুর ও ৮০টি ভেড়া। সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খেপিরপাড়ার এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৮
চরের খোলা প্রান্তরে সবুজ ঘাস খাচ্ছে গবাদিপশু
২ / ৮
গরু-ভেড়া চরতে দিয়ে নজর রাখছেন ভুট্টা ব্যাপারী।
৩ / ৮
গাভির দুধ খাচ্ছে একটি বাছুর।
৪ / ৮
সবুজ ঘাসের ওপর বিশ্রাম নিচ্ছে ভেড়াশাবক।
৫ / ৮
খোলা প্রান্তরে চরে বেড়াচ্ছে ভেড়ার পাল।
৬ / ৮
ভেড়াশাবককে তাড়িয়ে ধরে পালের ভেতরে আনা হচ্ছে।
৭ / ৮
ভেড়াশাবকের ওপর বসেছে ফিঙে পাখি।
৮ / ৮
চরে বানানো অস্থায়ী বিশ্রামের স্থান।