হাতে তৈরি জুতার কারিগরদের ব্যস্ততা

ঈদ ঘনিয়ে আসছে। তাই হাতে তৈরি জুতার কারিগরদের ব্যস্ততা বেড়ে চলেছে। শেষ মুহূর্তের কাজে মুখর এখন চট্টগ্রামের হাতে তৈরি জুতার কারখানাগুলো। চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে সম্প্রতি ছবিগুলো তোলা।

১ / ৯
জুতার সোলের কাজ করছেন এক কারিগর।
২ / ৯
সোল নিখুঁত করে তোলার কাজ চলছে।
৩ / ৯
জুতা তৈরির জন্য মেশিনের সাহায্যে রাবার কাটা হচ্ছে।
৪ / ৯
জুতার মাপ নির্ধারণ করে তা আঁকা হচ্ছে।
৫ / ৯
সোলে আঠা লাগাচ্ছেন এক কারিগর।
৬ / ৯
স্যান্ডেলে কোম্পানির নামের ছাপ বসানো হচ্ছে।
৭ / ৯
জুতা তৈরির কাঁচামালের দোকান।
৮ / ৯
কাঁচামালের দোকান।
৯ / ৯
জুতায় বিভিন্ন ধরনের নকশা করা হয়।