বিনোদন কেন্দ্র ফুল বাগান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাধবপাশা, সেলসারদী, সাবদী, দিঘলদী, হাজরাদী প্রভৃতি গ্রামের তিন শতাধিক পরিবার ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস আর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে চাষ করা হয়েছে গাঁদা, জিনিয়া, সূর্যমুখী, ডালিয়া, ক্যালেনডুলা, চন্দ্রমল্লিকা, চেরি, গোলাপ, জিপসিসহ নানা জাতের ফুল। প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে এবার অতিরিক্ত বৃষ্টি ও শীতের কারণে ফুলের ফলন কম হয়েছে বলে জানান চাষিরা। নারায়ণগঞ্জ শহরে ফুলের বাজারে ও ঢাকার শাহবাগে এসব ফুল বিক্রি করেন তাঁরা।

১ / ১১
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে এসেছেন দর্শনার্থীরা
২ / ১১
চাষি আখতার হোসেনের কাছ থেকে ফুল কিনছেন বাগান দেখতে আসা ব্যক্তিরা
৩ / ১১
রক্তিম আভা ছড়িয়ে ফুটে আছে ডালিয়া ফুল
৪ / ১১
বাগানে ফুলের ছবি আঁকছেন চারুকলার শিক্ষার্থী রাজিব শীল
৫ / ১১
যেন হলুদ চাদরে ছেয়ে আছে জমি
৬ / ১১
মুন্সিগঞ্জ থেকে সৌন্দর্য উপভোগ করতে এসেছেন এই দম্পতি
৭ / ১১
নিজেদের জমি থেকে বিক্রির জন্য ফুল সংগ্রহ করছে দুই শিশু
৮ / ১১
বেড়াতে এসে বন্ধু জারার কানে ফুল গুঁজে দিচ্ছে সোহা
৯ / ১১
নিজেদের জমিতে ফুলের দোকান খুলে বসেছেন রাবেয়া বেগম
১০ / ১১
তারার মতো ফুটে আছে জিপসি, সঙ্গে রয়েছে চেরি ফুল
১১ / ১১
বিকেলের পড়ন্ত রোদে মোহনীয় হয়ে উঠেছে চারপাশ। চলছে ছবি তোলা