ঢাকায় জনদুর্ভোগ

বিভিন্ন উন্নয়নকাজের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এতে আশপাশে ধুলা ছড়ানোয় দুর্ভোগে পড়ছেন চলাচল করা লোকজন। আবার খালগুলো ভরাট হয়ে আছে। এ কারণে মশার উপদ্রব বেড়েছে। সব মিলিয়ে ঢাকার পথে পথে দুর্ভোগ মানুষের। ছবিগুলো গত চার দিনে তোলা।

১ / ৬
সড়কের মাঝখানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে যান চলাচলে সমস্যায় পড়ছেন চালকেরা। মীরহাজিরবাগ, ঢাকা, ৩০ মে
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৬
সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন নালা সংস্কারের কাজ চলছে। সেখানে সড়ক খোঁড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। পূর্ব রাজাবাজার এলাকা, ঢাকা, ২৮ মে
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৬
নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এ কাজের জন্য ধুলায় আচ্ছন্ন থাকে চারপাশ। এর মধ্যেই চলাফেরা করতে হচ্ছে পথচারীদের। আমিন বাজার, ঢাকা, ৩০ মে
ছবি: আশরাফুল আলম
৪ / ৬
হাতিরঝিল এলাকায় রামপুরার মহানগর প্রকল্প থেকে মগবাজার পর্যন্ত সড়ক খুঁড়ে বিদ্যুতের ভূগর্ভস্থ কেব্‌ল টানার কাজ চলছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রামপুরা এলাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার
৫ / ৬
দীর্ঘদিন ধরে চলছে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন নালা মেরামতের কাজ। এতে চলাচলে ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর। পূর্ব রাজাবাজার এলাকা, ঢাকা, ২৮ মে
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ৬
রাজধানীর পূর্ব দোলাইরপাড়ের খালটি ময়লা–আবর্জনায় ভরাট হয়ে মশার প্রজননস্থল হয়ে উঠেছে। দোলাইরপাড়, ঢাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার