চট্টগ্রাম ইপিজেড এলাকার সড়ক বেহাল

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সেসব গর্তে পানি জমে। ফলে সেখানে চলাচল করা খুবই কষ্টকর। ৫ মিনিটের পথ যেতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টাও লেগে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা। সড়কের বেহাল অবস্থা নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
সড়কের কার্পেটিং উঠে ইট বের হয়ে এসেছে।
২ / ৯
সড়কের পাশে জমে থাকা গর্তে পানি জমেছে।
৩ / ৯
ভাঙাচোরা সড়ক ও কাদাপানির মধ্য দিয়েই চলাচল করতে হয়।
৪ / ৯
জমে থাকা পানির মধ্যে ঠেলাগাড়ি থামিয়ে পণ্য নামাচ্ছেন শ্রমিকেরা।
৫ / ৯
গর্তের কারণে এক পাশ দিয়ে চলছে যাত্রীবাহী বাস।
৬ / ৯
সড়কজুড়ে এমন বেহাল অবস্থা।
৭ / ৯
বাধ্য হলে কাদাপানিতেও নামতে হয় যানবাহনগুলোকে।
৮ / ৯
এটি সড়ক না ময়লার ভাগাড়, তা বোঝার উপায় নেই।
৯ / ৯
কাদা মাড়িয়ে বাসে উঠতে হয় নগরবাসীকে।