বৈদ্যুতিক পাখার দোকানে ভিড়

সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিন বাড়ছে গরম। তাই স্বস্তি পেতে মানুষ ছুটছেন বৈদ্যুতিক পাখার দোকানে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিক্রেতারা দোকানে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের পাখা। ৮০০ থেকে ১০ হাজার টাকা দামের এসব পাখা কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার সারিয়ে নিচ্ছেন পুরোনো পাখাটিকে। বেশির ভাগ পাখারই মোটর ঠিক করতে হচ্ছে। এসব মোটর ঠিক করতে মেরামতকারীরা মজুরি নিচ্ছেন ৩০০ থেকে ৬০০ টাকা। ছবিগুলো ১৬ এপ্রিল চট্টগ্রাম নগরের রাইফেল ক্লাব এলাকা থেকে তোলা।

১ / ৯
দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের পাখা
২ / ৯
পছন্দের পাখা দেখছেন একজন
৩ / ৯
সাইকেলে করে পাখা সারাতে নিয়ে যাচ্ছেন একজন
৪ / ৯
পাখা মেরামতের দোকানে ভিড় করছেন লোকজন
৫ / ৯
পাখা কিনে নিয়ে যাচ্ছেন একজন
৬ / ৯
গুদাম থেকে দোকানে পাখা নিয়ে যাচ্ছেন একজন
৭ / ৯
পাখার মোটরে তেল দিচ্ছেন একজন
৮ / ৯
সব ধরনের পুরোনো পাখা মেরামত করা হয় এসব দোকানে
৯ / ৯
এভাবে মোটর তৈরি করা হয়