পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের শুরু

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের উদ্বোধন হয়েছে গতকাল শনিবার। অনুষ্ঠান শুরুর আগে থেকেই রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে হাজির হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা। বিতর্কের এই কর্মশালায় আয়োজক, পৃষ্ঠপোষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। সারা দেশে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে এবার ৪০টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। শিগগিরই সারা দেশের আঞ্চলিক বিতর্ক উৎসবের তারিখ প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি অঞ্চলের সেরা বিতার্কিকদের নিয়ে হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।

১ / ১৩
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের অতিথিদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মডারেটর ও বিতার্কিকেরা।
২ / ১৩
উদ্বোধনী অনুষ্ঠান বর্ণমেলা ২০২৩-এর সেরা ৮ শিল্পীর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
৩ / ১৩
অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সমাজের জন্য ও দেশের জন্য ভালো কিছু করতে হবে।
৪ / ১৩
বিতর্ক উৎসবে উপস্থিত হয়েছিল রাজধানীর বিভিন্ন স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থী।
৫ / ১৩
শিক্ষার্থীদের উৎসাহ দিতে। বক্তব্য দিচ্ছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
৬ / ১৩
মঞ্চে উপস্থিত অতিথিরা। বাঁ থেকে পুষ্টি কনজ্যুমার বিভাগের বিজনেস প্রধান আলম চৌধুরী, টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. ইব্রাহিম খলিল, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ শিরোপাজয়ী সৌরদীপ পাল, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, মার্কিন সাময়িকী ফোর্বসের এ বছরের ‘থার্টি আন্ডার থার্টি’-তে স্থান করে নেওয়া বাংলাদেশের তরুণ টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবন তাহুরা, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
৭ / ১৩
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বিতার্কিকদের পরামর্শ দিচ্ছেন।
৮ / ১৩
স্কুল বিতর্ক উৎসবের সঙ্গে পুষ্টির সম্পৃক্ততা নিয়ে কথা বলছেন টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. ইব্রাহিম খলিল।
৯ / ১৩
বিতর্ক কর্মশালা শেষে বিতার্কিকদের নানা প্রশ্নের উত্তর দেন বাম থেকে সংবাদ পাঠক রোমানা শারমীন, বন্ধুসভার সভাপতি উত্তম রায়, টেলিভিশন ব্যক্তিত্ব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাবেক সভাপতি আব্দুন নূর তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা তাওহিদা জাহান ও বন্ধুসভার সাধারণ সম্পাদক জাফর সাদিক।
১০ / ১৩
শিক্ষার্থীদের উৎসাহ দিতে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন সাময়িকী ফোর্বসের এ বছরের ‘থার্টি আন্ডার থার্টি’-তে স্থান করে নেওয়া বাংলাদেশের তরুণ টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা সারাবন তহুরা ও আনোয়ার সায়েফ।
১১ / ১৩
প্রদর্শনী বিতর্কের বিচারক হিসেবে উপস্থিত ছিল বাঁ থেকে বন্ধুসভার সাধারণ সম্পাদক জাফর সাদিক, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা ফাল্গুনী মজুমদার, মডারেটর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মাহবুবা নাসরীন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আহমেদ শুকরানা ও বন্ধুসভার সভাপতি উত্তম রায়।
১২ / ১৩
প্রদর্শনী বিতর্কের বিষয় ছিল ‘এই সময়ে মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষ বেশি দরকার’।
১৩ / ১৩
দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো’ ও ‘ধনধান্য পুষ্পভরা’ পরিবেশন করছে বর্ণমেলা ২০২৩-এর সেরা ৮ শিল্পী।