আন্দরকিল্লা শাহি জামে মসজিদে ইফতার
চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদে প্রতিবছর রমজানের শুরুর দিন থেকে দৈনিক দেড় থেকে দুই হাজার মানুষ ইফতার করেন। প্রতিবছরের মতো এ বছরও মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে। রোজাদারদের জন্য সকাল থেকে বিভিন্ন ইফতারি তৈরি করেন বাবুর্চিরা। পরে বিকেল থেকে মসজিদের এক পাশে লম্বা টেবিলে থরে থরে সাজানো গামলা থেকে প্লেটে প্লেটে ছোলা, পেঁয়াজি, বেগুনি, মুড়ি আর জিলাপি বেড়ে রাখেন স্বেচ্ছাসেবকেরা। এরপর আস্তে আস্তে সেখানে হাজির হন রোজাদারেরা। সারিবদ্ধভাবে তাঁরা বসেন মসজিদ প্রাঙ্গণে। মসজিদের মুসল্লি ও খাদেমরা জানান, মসজিদটি তৈরির পর থেকেই রোজায় ইফতারের আয়োজন চলছে। তবে বড় পরিসরে গণ-ইফতারের আয়োজন করা হচ্ছে ২০০৮ সাল থেকে। আর সেই থেকে এখনো চলে আসছে এ আয়োজন। ছবি তুলেছেন সৌরভ দাশ