শীতের সুরমায় সবুজের সমারোহ

শীতে সুরমা নদীর বুকে জেগে ওঠা চর এখন ঢাকা পড়েছে সবুজ শাকসবজিতে। সিলেট সদর উপজেলার টুকের বাজার থেকে দক্ষিণ সুরমার ইনাতাবাদ গ্রাম পর্যন্ত নদীর দুপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় কৃষকেরা ব্যস্ত নানা জাতের সবজি চাষে। ফলন ভালো হওয়ায় আর বাজারে চাহিদা থাকায় তাঁদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। বিস্তৃত চরের একাংশ থেকে ছবিগুলো তোলা হয়েছে।

১ / ১০
সুরমার চরজুড়ে শুধু সবজি আর সবজি। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এই মৌসুমে চলে সবজির আবাদ।
২ / ১০
খেতের পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক।
৩ / ১০
খেতের টাটকা ফুলকপি। আশপাশের বিভিন্ন বাজারে যায় এখানকার সবজি।
৪ / ১০
নতুন করে শাকের বীজ বোনার জন্য জমি প্রস্তুত করছেন দুই কৃষক।
৫ / ১০
সারি সারি করে প্রস্তুত রাখা হয়েছে চরের উর্বর জমি।
৬ / ১০
পাশেই বাঁধাকপির খেত।
৭ / ১০
সেচের জন্য ভরসা সুরমা নদীই। শ্যালো মেশিনের সাহায্যে নদী থেকে পানি তুলে খেতে সেচ দেওয়া হয়।
৮ / ১০
চরের মাটিতে বেগুনের ফলনও ভালো হয়েছে।
৯ / ১০
টমেটোর খেত পরিচর্যা করছেন দুই কৃষক।
১০ / ১০
টমেটোর ভালো ফলন হয়েছে। হাতে নিয়ে তাই দেখাচ্ছেন এক কৃষক।