বাঙ্গি চাষে কৃষকের মুখে হাসি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ও তালমা ইউনিয়নের দেবীনগর, ভোজের ডাঙ্গী, গজগাহ, ঝাউডাঙ্গা, কোনাগ্রাম, সন্তোষী, বিলনালিয়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা ব্যাপক হারে বাঙ্গির চাষ করেন। কৃষকেরা অগ্রহায়ণে জমিতে বীজ রোপণ করে বৈশাখ মাসে ফলন ঘরে তোলেন। কৃষকেরা বিক্রির জন্য বাঙ্গি নিয়ে আসেন দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঙ্গির হাটে। এখান থেকে ব্যবসায়ীরা বাঙ্গি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। শুধু বাঙ্গির জন্যই বসে এই হাট। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় হাট হয়ে ওঠে সরগরম। বাঙ্গি নিয়ে কৃষকের কাজ ও ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯