শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ মিনার

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিতে অবনত চিত্তে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল পুরো দেশ। একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানানোর এই স্রোত সারা দেশে শহীদ মিনারগুলোর দিকে চলেছে সারা দিন। শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদি। সারা দেশের ২১ ফেব্রুয়ারির ছবি নিয়ে ছবির গল্প।

১ / ১৭
মা–বাবার সঙ্গে রাঙামাটি শহীদ মিনারে এসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করছে এক শিশু
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠন বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়
ছবি: সাইয়ান
৩ / ১৭
রাঙামাটি শহীদ মিনারে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষিকারা এসেছেন বাংলা ও চাকমা বর্ণমালায় লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ছোট শিশুরাও ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়
ছবি: এম সাদেক
৫ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় বর্ণমালা নিয়ে শোভাযাত্রা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি : আলীমুজ্জামান
৬ / ১৭
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুলের শিক্ষার্থীসহ অভিভাবকদের সঙ্গে নানা বয়সের শিশুরা আসে
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ঢল নামে
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের পথে নগ্ন পায়ে হেঁটে চলেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৭
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পর শিশুদের সঙ্গে ছবি তুলছে স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য
ছবি: সাইয়ান
১০ / ১৭
বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষেরা
ছবি: সোয়েল রানা
১১ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ আসেন শহীদ মিনারে। খুলনার শহীদ হাদীস পার্ক এলাকার চিত্র
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৭
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ভিড়
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
চুয়াডাঙ্গায় আবৃত্তি পর্ষদের খুদে আবৃত্তিকারেরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। বাংলা বর্ণখচিত পোশাক পরে এসেছিল তারা
ছবি: শাহ আলম
১৪ / ১৭
চট্টগ্রামের আনোয়ারা বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয় আয়োজন করে ছয় কিলোমিটার দীর্ঘ প্রভাতফেরির
ছবি: মোহাম্মদ মোরশেদ
১৫ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ভিড় করেন
ছবি: সোয়েল রানা
১৬ / ১৭
ভোররাত থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চট্টগ্রামের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন বয়সের লোকজন
ছবি: সৌরভ দাশ
১৭ / ১৭
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে গেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার
ছবি: আনিস মাহমুদ