রংপুরে মুঘল আমলের মসজিদ
রংপুরের ঐতিহাসিক কেরামতিয়া জামে মসজিদ ও মুঘল আমলের শেষের দিকের একটি মসজিদ। ভারতের জৈনপুর থেকে উনিশ শতকে ইসলাম প্রচারের জন্য রংপুরে শাহ কারামত আলী জৌনপুরী এলে তাঁরই উদ্যোগে এই মসজিদ নির্মাণ করা হয়। যদিও এখন পুরোনো মসজিদের অবয়ব আর নেই। নতুন করে নির্মাণ করা হয়েছে তিনতলা মসজিদ। নগরের কাচারিবাজার এলাকা থেকে মাত্র ১০০ গজ দক্ষিণে মুন্সিপাড়া এলাকায় এটির অবস্থান। দূরদূরান্ত থেকে এখানে সারা বছর ভক্ত মুসল্লিরা মাজার জিয়ারতসহ ইবাদত করতে আসেন। মসজিদের বিশাল মাঠজুড়ে প্রতি শুক্রবার বসে মেলা। নানা রকমের পণ্য বিক্রি হয় এই মেল
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০