দুই বিঘা জায়গাজুড়ে সূর্যপুরী আমগাছ

সুবিশাল আকৃতির গাছটিকে দূর থেকে দেখলে যে কেউ বটগাছ ভেবে ভুল করতে পারেন। আকৃতিতে বটগাছের মতো হলেও মূলত এটি সূর্যপুরী জাতের একটি আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা গ্রামে এই আমগাছ টিকে আছে শতাব্দী ধরে। লতানো আমগাছটি দাঁড়িয়ে আছে দুই বিঘার বেশি জায়গাজুড়ে। উচ্চতা ৮০-৯০ ফুট। গাছটির তিন দিক থেকে ১৯টি ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে। প্রতিদিনই আমগাছটি দেখতে ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকেরা। গাছটিকে কাছ থেকে দেখতে জনপ্রতি গুনতে হয় ২০ টাকা। মন্ডুমালা গ্রামের আমগাছটি নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৯
বিশাল আকৃতির আমগাছটি ক্যামেরার এক ফ্রেমে দেখানো কঠিন
২ / ৯
টিকিট কেটে ঢুকতেই চোখে পড়ে এই সাইনবোর্ড
৩ / ৯
বিশাল গাছটির ছড়িয়ে পড়া ডালের এক প্রান্ত
৪ / ৯
মূল গাছটি ডালপালা ছড়িয়ে দিয়েছে চারপাশে
৫ / ৯
আমের ভারে নুয়ে পড়া ডাল বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে
৬ / ৯
গাছ দেখতে আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা
৭ / ৯
বই আকৃতির এই ভাস্কর্যে আমগাছটির ইতিহাস লেখা আছে
৮ / ৯
গাছ দেখতে এসেছে একটি পরিবার
৯ / ৯
থোকা থোকা আমের সামনে ছবি তুলছে একটি পরিবার