১ / ১৩
নদীপথে ট্রলারে করে আসছে তরমুজ।
২ / ১৩
ট্রলার থেকে তরমুজ খালাসে ব্যস্ত শ্রমিকেরা।
৩ / ১৩
সারি সারি তরমুজভর্তি ট্রলার ভিড়ে আছে ঘাটে।
৪ / ১৩
নষ্ট হয়ে যাওয়া তরমুজ ফেলে দেওয়া হয়েছে। তার ওপর দিয়ে কাঠের পাটাতন বেয়ে তরমুজ ওঠানো–নামানোর কাজ করছেন শ্রমিকেরা।
৫ / ১৩
খালের এক অংশ ভরে গেছে তরমুজবাহী ট্রলারে।
৬ / ১৩
সব ট্রলার এক জায়গায় জড়ো হয়ে অপেক্ষা করছে। বসেছে তরমুজের হাট।
৭ / ১৩
ছাতা মাথায় বিক্রির জন্য অপেক্ষায় দুই চাষি।
৮ / ১৩
বিক্রির অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন ট্রলারের লোকেরা।
৯ / ১৩
ট্রলার থেকে তরমুজ খালাস করছেন শ্রমিকেরা। কাজ অনুযায়ী প্রত্যেক শ্রমিক পাঁচ শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত পান।
১০ / ১৩
একটি ট্রাকে তরমুজ তোলা শেষ। পাশেই আরেকটি ট্রাক প্রস্তুত করা হচ্ছে তরমুজ পরিবহনের জন্য।
১১ / ১৩
টুকরিতে রাখা তরমুজগুলো শ্রমিকের মাধ্যমে যাচ্ছে ট্রাকে।
১২ / ১৩
ট্রাকে সাজিয়ে রাখা হচ্ছে তরমুজ।
১৩ / ১৩
কিনে নেওয়ার পর পাইকাররা তাঁদের নিদিষ্ট স্থানে তরমুজগুলো রাখছেন।