পানির সংকটে চিম্বুকবাসী
প্রতিবছর মার্চ থেকে জুন, অর্থাৎ যথেষ্ট বৃষ্টি না হওয়া পর্যন্ত পানির তীব্র সংকটে থাকেন বান্দরবানের চিম্বুক এলাকার বিভিন্ন পাড়ার বাসিন্দারা। বর্তমানে সেখানকার গেৎশিমানি, ম্রলং, বসন্ত, ক্রামাদি, দেওয়াই হেডম্যান, নোয়া, ১৬ মাইল বাগান, চিম্বুক বাজার, রাংক্লাং, এম্পু, ক্রাপুং, লংবাইতংসহ অন্যান্য পাড়ায় পানির হাহাকার নিত্যদিনের চিত্র। দীর্ঘদিন ধরে চলে আসা এ সংকটের কবে সমাধান মিলবে, তার ধারণা নেই কারও। রেড ক্রিসেন্ট ও ব্যক্তিগত উদ্যোগে গত রোববার জনপ্রতিনিধিরা এসব পাড়ার বাসিন্দাদের মধ্যে পানি সরবরাহ করেছেন। ছবিগুলো বান্দরবান-চিম্বুক সড়কের বিভিন্ন স্থান থেকে তোলা:
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২