কানামাছি ভোঁ ভোঁ

‘কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ’—তপ্ত দুপুরে গাছের ছায়ায় একদল শিশু গুনগুন করে গাইছে এই সুর। আপনমনে মেতেছে হারিয়ে যেতে বসা কানামাছি খেলায়। কানামাছি খেলায় মেতে থাকা শিশুদের দুরন্তপনা আর উচ্ছ্বাসের ছবিগুলো খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় সম্প্রতি তোলা—

১ / ৯
গামছা দিয়ে বাঁধা হচ্ছে চোখ
২ / ৯
‘কয়টা আঙুল?’ চোখ বাঁধার পর এভাবে যাচাই করা হচ্ছে
৩ / ৯
শুরু হলো খেলা
৪ / ৯
ছুঁয়ে দিতে গিয়ে ধরা পড়ে গেল একজন
৫ / ৯
চুপি চুপি পেছন দিয়ে ছুঁয়ে দেওয়ার চেষ্টা
৬ / ৯
চোখে বাঁধা গামছাটা ঠিক করে দেওয়া হলো
৭ / ৯
চুপ, কোনো শব্দ নয়। খেলার মাঝে এক শিশুর নির্দেশনা
৮ / ৯
আবার শুরু খেলা
৯ / ৯
খেলা শেষে বাড়ির পথে উচ্ছ্বসিত শিশুরা