চোখজুড়ানো শর্ষে ফুল

চোখজুড়ানো শর্ষে ফুল। ভারত উপমহাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শর্ষে চাষ করা হয়। বাংলাদেশেও একটি গুরুত্বপূর্ণ ফসল এই শর্ষে। ভোজ্যতেলের দাম বাড়ার কারণে রাজশাহী অঞ্চলে শর্ষের আবাদ বাড়ছে। শর্ষে চাষে আগ্রহের পেছনে রয়েছে উৎপাদনে কম খরচও। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জুগলিডাইং এলাকা থেকে তোলা ছবি নিয়ে আজকের গল্প।

১ / ৮
চোখ জুড়ায় শর্ষের হলুদ ফুলে
২ / ৮
মাঠে কাজ শেষে শর্ষেখেতের পাশ দিয়ে বাড়ি ফিরছেন এক নারী
৩ / ৮
শর্ষেখেতের পাশে নতুন ফসল চাষের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক
৪ / ৮
শর্ষেখেতে কাজ শেষে এবার ফেরার পালা
৫ / ৮
গবাদিপশু যেন শর্ষেখেত নষ্ট না করে তাই পাহারা দিচ্ছেন এক নারী
৬ / ৮
খেতের পাশ দিয়ে বাড়ি ফিরছেন এক নারী
৭ / ৮
শর্ষেখেতের মাঝে দুরন্তপনা
৮ / ৮
শর্ষে ফুলের মাঝে ডানা মেলেছে রঙিন প্রজাপতি