শরতের স্নিগ্ধ বিকেল

শরতের নীলাকাশে দিনভর ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। রোদের ঔজ্জ্বল্যের তারতম্যে ক্ষণে ক্ষণে মেঘের রং বদলায়। পড়ন্ত বিকেলে ছড়ায় অপরূপ শোভা। ছবিগুলো সম্প্রতি সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ১৪
পড়ন্ত বিকেলে রঙিন সাজে আকাশ। পানিতে প্রতিফলিত সেই মনোহরা রং। সদরের চেঙ্গেরখাল এলাকায়।
২ / ১৪
সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। নৌকায় করে চলছে মাছ শিকার। সদরের চেঙ্গেরখালে।
৩ / ১৪
সন্ধ্যা নামার আগমুহূর্তে নদের ঘাটে নৌকায় বসে আছে কয়েক শিশু-কিশোর। সদরের বাইয়ারন্দি এলাকায়।
৪ / ১৪
শরতের শোভা ছড়ানো সন্ধ্যার আকাশ। সদরের বাইয়ারন্দি এলাকায়।
৫ / ১৪
ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। সদরের নীলগাঁও এলাকায়।
৬ / ১৪
মেঘে ঢাকা শরতের আকাশে উড়ছে পাখির ঝাঁক। সদরের চামাউড়াকান্দি এলাকায়।
৭ / ১৪
সাদা মেঘে পড়েছে সূর্যের আলো। উড়ছে চিল। সদরের বাইশটিলা এলাকায়।
৮ / ১৪
শরতের আকাশে মেঘের ভেলা। নিচে নদে চলছে নৌকা। গোয়াইনঘাটের সালুটিকর সিঙ্গাইর নদে।
৯ / ১৪
আকাশ যেন মেঘের রাজ্য। সেই আকাশে উড়ছে পাখি। গোয়াইনঘাট ‍উপজেলার সালুটিকর এলাকায়।
১০ / ১৪
পাহাড়ের ওপরে শেষ বিকেলের সূর্যের আলো। কোম্পানীগঞ্জের বুড়দেও এলাকায়।
১১ / ১৪
কোথাও রোদ, কোথাও ছায়া—শরতের আকাশে ছড়িয়েছে স্নিগ্ধতা। কোম্পানীগঞ্জের বুড়দেও এলাকায়।
১২ / ১৪
শরতের বিকেলে নৌকাভ্রমণ। কোম্পানীগঞ্জের বুড়দেও হাওরে।
১৩ / ১৪
শেষ বিকেলে মাছ শিকারে বক। কোম্পানীগঞ্জের বুড়দেও হাওরে।
১৪ / ১৪
প্রকৃতি রাঙিয়ে বিদায় নিচ্ছে সূর্য। সিলেট সদরের শিমুলকান্দি এলাকায়।