ধুলায় ধূসর মহাসড়ক

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর থেকে ফিরোজপুর এলাকা পর্যন্ত রয়েছে ভাঙাচোরা। শুষ্ক মৌসুমে মহাসড়কের এসব এলাকা থেকে দিন-রাত উড়ছে ধুলা। ধুলায় ধূসর সড়ক ও এর আশপাশের এলাকার বাসিন্দারা রয়েছেন বিপাকে। ভাঙাস্থানের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। সেখান থেকে উড়ছে ধুলা। ধুলাময় সড়কে চলছে যানবাহন।

১ / ১০
সড়কের ধুলা লেগে আছে যানবাহনে
২ / ১০
ভাঙাস্থান থেকে এভাবেই উড়ছে ধুলা
৩ / ১০
ধুলাময় সড়কে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন
৪ / ১০
এই ভোগান্তি নিত্যদিনের
৫ / ১০
গাড়ির চাকা ঘুরলে উড়তে থাকে ধুলা
৬ / ১০
ধুলায় ধূসর সড়কসংলগ্ন গাছের পাতা
৭ / ১০
সংস্কারকাজ ধীরগতিতে হওয়ায় ভোগান্তি আরও বেশি
৮ / ১০
মুখ চেপে ধুলাময় স্থানে হাঁটছেন একজন
৯ / ১০
সড়ক লাগোয়া ব্যবসায়ীরাও বিপাকে। ধুলায় অতিষ্ঠ হয়ে মোটরসাইকেল ঢেকে রাখছেন
১০ / ১০
শুষ্ক মৌসুমে এমন বায়ুদূষণে রয়েছে স্বাস্থ্যঝুঁকি