বেইলি রোডে বহুতল ভবনে আগুন

বৃহস্পতিবার রাত ১০টা ছুঁই ছুঁই। রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন লাগে সাততলা ভবনটির দোতলার একটি রেস্তোরাঁয়। ক্রমে তা ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলোয়। এ সময় আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে আহত হন কয়েকজন। ভবনের ভেতরেও আটকা পড়েন অনেকে। আগুন লাগার পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়া ব্যক্তিদের মই দিয়ে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের অনেকে দগ্ধ হয়েছেন।

১ / ৮
আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। এরই মধ্যে আগুন নেভাতে চলে ফায়ার সার্ভিসের চেষ্টা
ছবি: সংগৃহীত
২ / ৮
ভবনের দোতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে
ছবি: সংগৃহীত
৩ / ৮
ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। মই থেকে পানি ছিটানো হচ্ছে
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৮
আগুনে ভবনে আটকে পড়া ব্যক্তিদের নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের চেষ্টা
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৮
ভবন থেকে মই দিয়ে উদ্ধার করে আনা হয় দুজনকে
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৮
ভবনটিতে আটকে পড়া অনেককে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৮
অচেতন অবস্থায় একজনকে ভবন থেকে বের করে আনা হয়
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ৮
উদ্ধারের পর একজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: শুভ্র কান্তি দাশ