ডুমুরিয়ায় জলাবদ্ধতা

অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার অর্ধেকের বেশি গ্রামে পানি জমেছে। পানিনিষ্কাশনের জন্য তৈরি করা জলকপাটগুলো (স্লুইসগেট) নষ্ট থাকায় পানি সরতে পারছে না। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। তাঁদের ভোগান্তির চিত্র নিয়ে এ ছবির গল্প।

১ / ৭
পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। গভীর নলকূপ থেকে পানি নিতে ব্যবহৃত হচ্ছে নৌকা
২ / ৭
পানির কারণে মাটির ঘর ধসে পড়ছে
৩ / ৭
গোয়ালঘরের ভেতর পানি
৪ / ৭
ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় লোকজন
৫ / ৭
মূল সড়কও পানির নিচে
৬ / ৭
চারদিকে পানি থাকায় জ্বালানি পেতে সমস্যা হচ্ছে। জ্বালানির কাঠ পেতে পুরোনো নৌকা ভেঙে টুকরা করছেন এক নারী
৭ / ৭
ধান শুকানোর জায়গা নেই, কালভার্টের ওপর ধান শুকাতে দিচ্ছেন এক নারী