দেবতাখুমে পর্যটকের ভিড়

দুই পাশে উঁচু পাহাড়। মাঝখানে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। এর মধ্যেই কেউ নৌকায়, কেউবা ভেলায় ভেসে বেড়াচ্ছেন। ছবি তুলছেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে মেতেছেন, এমন দৃশ্য দেখা গেল বান্দরবানের দেবতাখুমে। পর্যটকদের কাছে জায়গাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিনই ভিড় লেগে থাকছে সেখানে। টিকিট কেটে ও নিয়ম মেনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ১০
নির্ধারিত জায়গা থেকে টিকিট সংগ্রহ করতে হয়।
২ / ১০
‘আই লাভ দেবতাখুম’ লেখা ফলকের সামনে ছবি তোলা।
৩ / ১০
পিচ্ছিল পাথুরে জায়গাটি সাবধানে পেরিয়ে যাওয়ার চেষ্টা।
৪ / ১০
দল বেঁধে নৌকায় ঘোরাঘুরি।
৫ / ১০
বাঁশের ভেলায় ভেসে বেড়ানো।
৬ / ১০
অভিভাবকের হাত ধরে ঘুরতে এসেছে শিশুটিও।
৭ / ১০
প্রকৃতির মধ্যে বসে ক্যামেরায় স্মৃতি টুকে রাখা।
৮ / ১০
লাইফ জ্যাকেট পরে ভেলায় ভেসে বেড়ানো।
৯ / ১০
পরিবার নিয়ে নৌকায় চড়ে প্রকৃতি উপভোগ।
১০ / ১০
দল বেঁধে বাঁশের ভেলায় চড়ে ঘোরাঘুরি।