হালি পেঁয়াজ রোপণে ব্যস্ততা

এক মৌসুমের হালি পেঁয়াজ সাধারণত পরবর্তী মৌসুমের আগে পর্যন্ত ঘরে রেখে দেওয়া যায়। সহজে পচে না। দেশের বাজারে হালি পেঁয়াজ আসে মার্চের মাঝামাঝিতে। রোপণ মৌসুম শুরু হয় নভেম্বর-ডিসেম্বরে। হালি পেঁয়াজ উৎপাদনে ফরিদপুরের খ্যাতি রয়েছে। এবারের মৌসুমেও হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৯
হাটে পেঁয়াজের চারার মান পরখ করছেন কৃষকেরা
২ / ৯
পেঁয়াজের চারা কিনে হাটের পাশেই জড়ো করছেন একজন কৃষক
৩ / ৯
রোপণের আগে খেতে সেচ দিয়ে মাটি উপযোগী করার কাজ চলছে
৪ / ৯
খেতে সার ছিটাচ্ছেন কৃষক
৫ / ৯
হালি পেঁয়াজের বীজতলায় পানি দেওয়া হচ্ছে
৬ / ৯
শর্ষেখেতের পাশেই রোপণ করা হচ্ছে হালি পেঁয়াজ
৭ / ৯
সারি ধরে পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা
৮ / ৯
খেতে পেঁয়াজ রোপণের কাজে ব্যস্ত কৃষকদের জন্য বাড়ি থেকে খাবার আনা হয়েছে
৯ / ৯
১২.পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের