বন্যায় যমুনাপাড়ের মানুষের দুর্ভোগ
দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে আশপাশের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রায় এক সপ্তাহ ধরে ঘরবাড়ি পানিতে সয়লাব। ঘরে থাকার মতো অবস্থা নেই। দিন-রাতে বেশির ভাগ সময় নৌকায় থাকতে হচ্ছে। শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে স্থানীয় লোকজন।