সবজির মোকাম মহাস্থান

উত্তরাঞ্চলের অন্যতম সবজির মোকাম মহাস্থান। এখানকার ব্যবসায়ীরা কৃষকের উৎপাদিত পণ্য বেচাকেনা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য সরবরাহ করে থাকেন। বর্ষায় সবজির সরবরাহ কম থাকায় দাম থাকে চড়া। মৌসুমের সময় মহাস্থান মোকাম থেকে সারা দেশে ৫০ থেকে ৬০ ট্রাক সবজি বিক্রি ও সরবরাহ হয়। সবজির মোকাম মহাস্থান নিয়ে ছবির গল্প

১ / ১১
সবজির মোকামে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে বসেছেন
২ / ১১
শজনে ওজন করে আলাদা করা হচ্ছে
৩ / ১১
সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম চড়া
৪ / ১১
মোকামে স্তূপ করে রাখা হয়েছে কচুরমুখী
৫ / ১১
বাজারে অনেক মিষ্টিকুমড়া
৬ / ১১
লেবু বাছাই করছেন ব্যবসায়ীরা
৭ / ১১
লাউ নিয়ে দরদাম চলছে
৮ / ১১
মুলার দরদাম করছেন পাইকারেরা
৯ / ১১
মোকামে উঠছে ফুলকপি
১০ / ১১
চলছে বেগুন বেচাকেনা
১১ / ১১
দূরের বাজারে নেওয়ার জন্য সবজি বস্তায় ভরে রাখা হয়েছে