ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি

তাপপ্রবাহের অস্বস্তির মধ্যে সোমবার চট্টগ্রামে নামে মুষলধারে বৃষ্টি। এতে পরিবেশ শীতল হলেও দেখা দেয় আরেক বিপত্তি। টানা বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যে তলিয়ে যায় রাস্তাঘাট। ঝোড়ো হাওয়ায় রাস্তার ওপর ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে দুর্দশার চিত্র নিয়ে এই ছবির গল্প।  

১ / ১১
বেলা আড়াইটার দিকে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নামে। হেডলাইট জ্বালিয়েই চলাচল করতে দেখা যায় যানবাহনগুলোকে। নন্দনকানন এলাকা।
২ / ১১
বৃষ্টিতে ডুবেছে সড়ক। উঁচু স্থান দিয়ে হাঁটছে মানুষ। প্রবর্তক মোড় এলাকা।
৩ / ১১
রাস্তায় জমা পানিতে প্রায় ডুবেছে রিকশার চাকা। প্রবর্তক মোড় এলাকা।
৪ / ১১
পানি ভেঙে শিশু কোলে গন্তব্যে যাচ্ছেন এক অভিভাবক। প্রবর্তক মোড় এলাকা।
৫ / ১১
বৃষ্টির মধ্যে হাঁটুপানি ভেঙে এগিয়ে চলেছেন এক তরুণী। প্রবর্তক মোড় এলাকা।
৬ / ১১
শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে রাস্তা পার হতে সহায়তা করছেন দুজন। ওয়াসার মোড় এলাকা।
৭ / ১১
হাঁটুপানির মধ্যেই রাস্তায় নেমেছেন কয়েকজন। প্রবর্তক মোড় এলাকা।
৮ / ১১
রাস্তায় জমা পানি দুর্ভোগ বাড়িয়েছে শারীরিক প্রতিবন্ধীদের। প্রবর্তক মোড় এলাকা।
৯ / ১১
সড়কে পানি। তাই সড়ক বিভাজকের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটছেন কয়েকজন। প্রবর্তক মোড় এলাকা।
১০ / ১১
ঝোড়ো বাতাসে বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে রাস্তার ওপর পড়েছে। জাকির হোসেন সড়ক, জিইসি এলাকা।
১১ / ১১
গাছ উপড়ে সড়কে পড়ায় বেড়েছে মানুষের দুর্ভোগ। জাকির হোসেন সড়ক, জিইসি এলাকা।