টাঙ্গাইলের তাঁতের শাড়ি

অন্যতম পুরোনো বয়নশিল্পের মধ্যে দেশজুড়ে প্রসিদ্ধ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এই শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। ঐতিহ্যবাহী এই শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরি হয়। এই জেলার নামেই এর নামকরণ করা হয়েছে। এবারের ঈদ গরমকালে হওয়ায় তাঁতের শাড়ির চাহিদা ভালো। টাঙ্গাইলের পাথরাইল ইউনিয়নে ঈদের বাজার জমে উঠেছে। মাঝারি দামের (দেড় থেকে পাঁচ হাজার টাকার) শাড়ির চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
টাঙ্গাইল শহর থেকে দক্ষিণে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়ন। স্থানীয় শাড়ি ব্যবসায়ীরা জানান, রোজা শুরুর আগে থেকেই তাঁরা শাড়ি তৈরি করে মজুত করেছেন। এবার হাফ সিল্ক, মিক্স কটন, পিওর সিল্ক ও সুতি শাড়ি বেশি তৈরি হয়েছে। ঈদ সামনে রেখে তাঁতিবাড়িতে শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁতিরা। সম্প্রতি টাঙ্গাইলের পাথরাইলের চণ্ডী গ্রাম থেকে ছবিগুলো তোলা হয়েছে।

১ / ১২
ঈদ সামনে রেখে তাঁতিবাড়িতে শাড়ি তৈরিতে ব্যস্ত তাঁতিরা।
২ / ১২
জ্যাকার্ড তাঁতের মাধ্যমে বোনা হচ্ছে শাড়ি।
৩ / ১২
শাড়ির বোনায় ব্যস্ত এক তাঁতি।
৪ / ১২
চরকায় সুতা নলি করতে ব্যস্ত নারী।
৫ / ১২
মেশিনে বোনার সঙ্গে সঙ্গে শাড়ি প্যাঁচানো হচ্ছে।
৬ / ১২
মিহি সাদা সুতা রাখা হয়েছে শাড়ি তৈরির জন্য।
৭ / ১২
শাড়ি কতটা মসৃণ, সেটা হাতের সাহায্যে তা দেখানো হচ্ছে।
৮ / ১২
সিল্কের সুতায় তৈরি হচ্ছে শাড়ি।
৯ / ১২
বোনার সময় মাকুতে নলি ভরছেন বয়নশিল্পী
১০ / ১২
শাড়ি বোনার সময় মাকু ব্যবহার করা হয়।
১১ / ১২
জ্যাকার্ডে বোনা হচ্ছে তাঁতের শাড়ি।
১২ / ১২
শাড়ির নকশা করার জন্য জ্যাকার্ড মেশিনে পাঞ্চ কার্ড জোড়া হচ্ছে।