পুড়ল চট্টগ্রামের টেকপাড়া জেলেপল্লি

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারের টেকপাড়া এলাকায় জেলেপল্লিতে আজ সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিঃশেষ হয়ে গেছে প্রায় সব জেলে পরিবার।

১ / ১২
মেয়ের চিকিৎসার জন্য টাকা রেখেছিলেন সুগন্ধা দাশ। আগুনে সেই টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
২ / ১২
সুগন্ধা দাশকে সান্ত্বনা দিচ্ছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ।
৩ / ১২
আগুন নেভাতে সহযোগিতা করেন অনেক মানুষ।
৪ / ১২
এখানকার প্রায় সব ঘর ছিল টিনশেডের।
৫ / ১২
প্রায় ২০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
৬ / ১২
এখানে কোনো ঘর ছিল, তা বোঝার উপায় নেই। পড়ে আছে শুধু টিনগুলো।
৭ / ১২
খতিজা বেগমের ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে।
৮ / ১২
বিউটি বেগমের আলমারিতে রাখা ছিল টাকা। আগুন নেভার পর তিনি সেই ড্রয়ার খুলেছিলেন, যদি কিছু থাকে সেই আশায়। কিন্তু সবই ছাই হয়ে গেছে।
৯ / ১২
পাশে থাকা ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
১০ / ১২
ট্রাংকের ভেতর থাকা সব জিনিস পুড়ে ছাই।
১১ / ১২
ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতাল থেকে ছুটে আসেন অর্পিতা দাশ।
১২ / ১২
পুড়ে যাওয়া ঘরের ছাই ঘেঁটে দেখছেন, যদি কিছু মেলে।