অনন্য সৌন্দর্যের বাইতুল আমান মসজিদ

বরিশালের উজিরপুর হয়ে বানারীপাড়া যাওয়ার পথে সড়কের পাশে দৃষ্টিনন্দন এক মসজিদ। মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ। নান্দনিক স্থাপত্যের এ মসজিদ দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। সুদৃশ্য ক্যালিগ্রাফি, বর্ণিল কাচ ও মূল্যবান মার্বেল পাথরের নির্মাণশৈলীর অনন্য সৌন্দর্যের মসজিদটি দেখে প্রশান্তি পান দর্শনার্থীরা। স্থানীয়ভাবে গুঠিয়া মসজিদ নামে পরিচিত এ মসজিদের নতুন নাম ‘বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স’।

১ / ৯
বরিশালের উজিরপুর উপজেলায় দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদ, যা স্থানীয়ভাবে গুঠিয়া মসজিদ নামে পরিচিত।
২ / ৯
মসজিদের পাশেই রয়েছে শানবাঁধানো ঘাটসহ বড় দিঘি।
৩ / ৯
রাতে বাইতুল আমান জামে মসজিদের আরেক রূপ।
৪ / ৯
রাতে মসজিদের অন্য রকম সৌন্দর্য।
৫ / ৯
মসজিদের ভেতরের অংশ মনোমুগ্ধকর নির্মাণশৈলী।
৬ / ৯
মসজিদের সামনে রঙিন টাইলস দিয়ে নির্মিত ফোয়ারা।
৭ / ৯
এখানে জুতা রেখে মসজিদে প্রবেশ করতে হয়।
৮ / ৯
মসজিদের প্রবেশপথ। দুই পাশে টাইলসের ফাঁকে সবুজ ঘাস অন্য রকম সৌন্দর্য সৃষ্টি করেছে।
৯ / ৯
সুদৃশ্য দরজা আর ঝাড়বাতি।