ছবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো। বৃহস্পতিবার বিকেলের এ আয়োজনে প্রথম আলোর নারী কর্মী, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারী ও সিটি ব্যাংক পিএলসির নারী ব্যাংকিং ‘সিটি আলো’র সঙ্গে যুক্ত নারীরা অংশ নেন।

১ / ১১
দুই বোনের পরিবেশনা। গান গাইছেন তানজিনা করিম স্বরলিপি এবং সেতার বাজাচ্ছেন তামান্না করিম সংগীতা
২ / ১১
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের শুরুতে ছিল ‘মঙ্গলদীপ জ্বেলে’ গানের পরিবেশনা। গানের সময় দর্শকসারিতে অংশগ্রহণকারীরা বৈদ্যুতিক মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে তোলেন মিলনায়তন
৩ / ১১
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন
৪ / ১১
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে (বাঁ থেকে) বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা সুবর্ণা চাকমা, প্রমিক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলাম, দেশের প্রথম নারী নিউরোসার্জন অধ্যাপক রেজিনা হামিদ, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা, ফ্যাশন ও লাইফস্টাইল আলোকচিত্রী জয়িতা আফরিন ও শব্দগ্রাহক শারমীন দোজা
৫ / ১১
অনুষ্ঠানে আগত অতিথিরা
৬ / ১১
কথা বলছেন সিআইডির ডিএনএ-বিশেষজ্ঞ নুসরাত ইয়াসমিন। পাশে অ্যান্টার্কটিকায় ভ্রমণকারী মহুয়া রউফ
৭ / ১১
বক্তব্য দেন দ্য সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ
৮ / ১১
সম্প্রতি বান্দরবানে ‘ভ্রমণকন্যা’দের গাড়ি দুর্ঘটনাকবলিত হয়। দুর্ঘটনার বর্ণনা দেন স্বজন হারানো (বাঁ থেকে) কাজী শান্তা, নুসরাত জাহান ও ভ্রমণকন্যার উদ্যোক্তা মানসী সাহা
৯ / ১১
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
১০ / ১১
অদম্য মেধাবী আইনজীবী স্মৃতি মনি (বাঁয়ে) ও ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা
১১ / ১১
গান গাইছেন শানিলা ইসলাম (বাঁয়ে) ও তাঁর মা রুমানা ইসলাম