চট্টগ্রামে যানজটে ভোগান্তি

পবিত্র রমজান মাসে কর্মস্থল থেকে বাসায় ফিরতে, কিংবা ঈদের কেনাকাটা করতে গিয়ে যাতে যানজটের সমস্যায় পড়তে না হয়, সে জন্য নানা ব্যবস্থা নেয় চট্টগ্রাম পুলিশ। কিন্তু প্রতিবছরের মতো এ বছরও যানজট থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। দিন দিন আরও তীব্র হচ্ছে এই যানজট পরিস্থিতি। বেলা তিনটা থেকে ইফতারের আগপর্যন্ত এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। থেমে থেমে চলে গণপরিবহন। দীর্ঘক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকার কারণে গরমে ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছেন অনেকে। আবার সঠিক সময়ে বাসায় ফিরতে পারছেন না সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক থেকে তোলা।

১ / ১০
জিইসি মোড় এলাকায় সড়ক ও উড়ালসড়কে সৃষ্টি হচ্ছে গাড়ির জট।
২ / ১০
নগরের দামপাড়া এলাকায় সড়কের এক পাশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
৩ / ১০
নগরের নিউমার্কেট এলাকায় প্রায় সময় লেগে থাকে এমন যানজট।
৪ / ১০
অলস সময় পার করছেন বাসচালকের সহকারী ও যাত্রী।
৫ / ১০
গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েছেন অনেকে।
৬ / ১০
ট্রাকে ক্লান্ত অলস বসে আছেন এক বৃদ্ধ।
৭ / ১০
বাসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন তিন যাত্রী
৮ / ১০
দীর্ঘক্ষণ সড়কে দাঁড়িয়ে আছেন বাসের হেলপার।
৯ / ১০
যানজটে ঘুমিয়ে পড়েছেন দুই ব্যক্তি।
১০ / ১০
যানজটের সময় স্কুলে যাওয়া-আসার পথে শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েন অভিভাবকেরা।