বাঁশের তৈরি সামগ্রী

দেশে গৃহস্থালির কাজ থেকে শুরু করে আসবাবে বাঁশের তৈরির সামগ্রীর ব্যাপক ব্যবহার হয়ে আসছে। গ্রামীণ নারী–পুরুষেরা বাঁশের বিভিন্ন রকমের গৃহস্থালি সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাঁশের তৈরি সামগ্রী নিয়ে এবারের ছবির গল্প

১ / ৯
বাড়ির উঠানে বসে বাঁশের তেমাল তুলছেন জ্ঞানেন্দ্রনাথ দাস
২ / ৯
তেমাল নিয়ে খই চালুনি তৈরি করছেন
৩ / ৯
কুলা তৈরি করছেন বীণা তরণি দাস
৪ / ৯
গ্রামীণ হাটে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা
৫ / ৯
বিক্রির জন্য রাখা সারি সারি খলই
৬ / ৯
বৃষ্টি ও রোদ থেকে রক্ষায় ব্যবহার হয় মাথালের
৭ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কুলা
৮ / ৯
গৃহস্থালির কাজে লাগে এসব বাঁশের তৈরি সামগ্রী
৯ / ৯
ভ্যানে করে হাটে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশের পণ্য