অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ ও মহড়া
অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে প্রথম আলো কার্যালয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ ও মহড়া শেষ হয়েছে। প্রশিক্ষণ ও মহড়ায় অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও প্রাথমিক চিকিৎসা–সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষকেরা। প্রথম আলোর বিভিন্ন বিভাগের ৩৯ জন এতে অংশ নেন।