মহাসড়কে ধান মাড়াই

রংপুর-দিনাজপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা থেকে ছড়ান পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই দিকে ঝুঁকি নিয়ে ধান মাড়াই ও শুকানোর কাজ চলছে। মৌসুম শুরুর পর এক থেকে দুই মাস এই কার্যক্রম চলতে থাকে। এতে যান চলাচলের জন্য মহাসড়কে পর্যাপ্ত জায়গা না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।

১ / ১০
মহাসড়কের এক পাশ দখল করে যন্ত্রে ধান মাড়াই করছেন চাষি। অপর পাশ দিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস।
২ / ১০
মাড়াইয়ের সময় ধানের খড়ের গুঁড়া উড়ে আসছে। তাই চোখ ঢেকে এগিয়ে চলছেন মোটরসাইকেলচালকেরা।
৩ / ১০
মহাসড়কের এক পাশে ধান ঝাড়া ও শুকানোর কাজ করছেন নারীরা।
৪ / ১০
মহাসড়কের এক পাশে খড় শুকাচ্ছেন এক কিষানি।
৫ / ১০
শুকানোর জন্য ধানের বস্তা এনে রাখছেন চাষিরা। পাশে বাস চলছে।
৬ / ১০
মহাসড়কের যত দূর চোখ যায়, শুধু ধান মাড়াই ও ধান শুকানো চোখে পড়ে।
৭ / ১০
খড় শুকানো শেষে ট্রলিতে তুলছেন বাড়ি আনার জন্য।
৮ / ১০
মহাসড়কের মাঝখানে ধানের স্তূপ।
৯ / ১০
শুকানোর জন্য মহাসড়কে ধান নেড়ে দেওয়া হচ্ছে। সেদিকে ছুটে আসছে ট্রাক।
১০ / ১০
মহাসড়কের এক পাশে ধান মাড়াই করছেন চাষি।