পদচারী–সেতুতে চলছে মোটরসাইকেল

ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপিতে) চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মহাসড়ক পারাপারের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয়েছে পদচারী–সেতু। সেই সেতুতে আইন অমান্য করে চলাচল করছে মোটরসাইকেল। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন রোগীসহ পথচারীরা। আজ রোববার এমনই কিছু চিত্র উঠে এসেছে ছবিতে:

১ / ৮
সেতুর ওপর পথচারীদের পেছন পেছন মোটরসাইকেল চালিয়ে নিচ্ছেন এক ব্যক্তি
২ / ৮
হেলমেট পরা ছাড়াই দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন
৩ / ৮
বাইসাইকেল ও মোটরসাইকেল বিপরীত দিক থেকে সেতুতে ওঠার পর আটকে যান দুজনই
৪ / ৮
সেতুতে মোটরসাইকেলের দাপটে কোণঠাসা পথচারীরা
৫ / ৮
সেতুতে মোটরসাইকেল দেখে ভয়ে সরে দাঁড়ায় স্কুলশিক্ষার্থীরা
৬ / ৮
সেতুতে বসানো অস্থায়ী দোকান আর পথচারীদের মধ্য দিয়ে চলছে মোটরসাইকেল
৭ / ৮
এভাবে পদচারী–সেতু দিয়ে পারাপার হচ্ছেন দুই মোটরসাইকেল চালক
৮ / ৮
শিশুকে মোটরসাইকেলে বসিয়ে এভাবে পদচারী–সেতু পার হচ্ছেন একজন