সাঙ্গু নদীর চরে বাদাম চাষ

শীত মৌসুমে সাঙ্গু নদীর বুকে জেগে ওঠে ছোট-বড় বেশ কিছু চর। নদীর পাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে বাদামগাছের স্নিগ্ধ সবুজ খেত কারও নজর কাড়বে। বাদাম বাছাইয়ে সেখানে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বান্দরবান সদর কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকা থেকে সাঙ্গু নদীর চরে বাদাম তোলা নিয়ে ছবির গল্প।

১ / ৮
সাঙ্গু নদীর পাশে বিস্তীর্ণ এলাকাজুড়ে বাদামের খেত
২ / ৮
দল বেঁধে বাদাম সংগ্রহে ব্যস্ত কিষানিরা।
৩ / ৮
গাছ থেকে বাদাম তুলে জমা করছেন এক নারী
৪ / ৮
একটা একটা করে বাদাম ছিঁড়ে রাখছেন মধ্যবয়সী এই নারী
৫ / ৮
শুকানোর জন্য ঝুড়ি থেকে ঢালা হচ্ছে বাদাম।
৬ / ৮
বাদাম শুকানো হচ্ছে রোদে
৭ / ৮
বাদামের গাছগুলো গরুর খাবার হিসেবে কাজে লাগে
৮ / ৮
বাদামগাছও ফেলা যায় না। রোদে শুকিয়ে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে