ভুট্টা তোলার ব্যস্ততা
কিশোরগঞ্জে পাঁচ–ছয় বছর আগেও ভুট্টা চাষ হয়েছিল ৬ হাজার ১২০ হেক্টর জমিতে। এবার চাষ হয়েছে ১২ হাজার ২১০ হেক্টর জমিতে। আগাম বন্যায় ধানের মতো এ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা না থাকায় এই সময়ের ব্যবধানে জেলায় দ্বিগুণ জমিতে ভুট্টার চাষ করেছেন কৃষকেরা। কম খরচে স্বল্প সময়ে লাভ বেশি হওয়ায় জেলার হাওর অঞ্চলের কৃষকেরাও এখন ভুট্টা চাষে ঝুঁকছেন। গত বৃহস্পতিবার নিকলী সদর ও করিমগঞ্জ-ইটনা সীমান্তবর্তী কিছু এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ভুট্টা তোলার ব্যস্ততা। নতুন ফসল ঘরে তুলতে কৃষকদের যেন দম ফেলার ফুরসত নেই। ছবিতে কিশোরগঞ্জে ভুট্টা তোলার চিত্র
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮