নিজ নিজ দেশে ফিরছেন ভারত ও পাকিস্তানের নাগরিকেরা

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হামলায় ইসলামাবাদের মদদ আছে অভিযোগ তুলে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে ভারতের নাগরিকদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এতে ভারতে অবস্থানকারী পাকিস্তানের নাগরিকেরা এবং পাকিস্তানে অবস্থানকারী ভারতীয় নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের নাগরিকদের নিজ দেশে ফেরা নিয়ে ছবির এই গল্প।

১ / ১০
ভিসা বাতিলের ঘোষণা আসার পর দেশে ফিরছেন ভারতীয় এক নারী। আটারি-ওয়াঘা সীমান্ত, ২৪ এপ্রিল
ছবি: এএফপি
২ / ১০
ভারত সময় বেঁধে দেওয়ার পর দেশটি ছাড়ছেন পাকিস্তানি এক নাগরিক। আটারি-ওয়াঘা সীমান্ত, ২৪ এপ্রিল
ছবি: এএফপি
৩ / ১০
ভারত ও পাকিস্তানের আটারি-ওয়াঘা সীমান্তে সতর্ক অবস্থানে বিএসএফ সদস্যরা। পাঞ্জাব, অমৃতসর, ভারত, ২৪ এপ্রিল
ছবি: এএফপি
৪ / ১০
পেহেলগামে বন্দুকধারীর হামলায় পর্যটক নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেন ভারতীয়রা। পাঞ্জাব, অমৃতসর, ভারত, ২৪ এপ্রিল
ছবি: এএফপি
৫ / ১০
সন্ত্রাসী হামলার পর কাশ্মীর ছাড়তে বিমানবন্দরে উপচে পড়া ভিড় পর্যটকদের। শ্রীনগর বিমানবন্দর, ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীর, ২৪ এপ্রিল
ছবি: রয়টার্স
৬ / ১০
ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার প্রতিবাদে পাকিস্তানিদের বিক্ষোভ। করাচি, পাকিস্তান, ২৪ এপ্রিল
ছবি: এএফপি
৭ / ১০
পেহেলগামে হামলায় নিহত আয়ুশ হারপালানির শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। জয়পুর, রাজস্থান, ভারত, ২৪ এপ্রিল
ছবি: রয়টার্স
৮ / ১০
বন্দুকধারীদের হামলায় নিহত পর্যটকদের স্মরণে কাশ্মীরের ব্যবসায়ীদের মোমবাতি প্রজ্বালন। শ্রীনগর, ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীর, ২৩ এপ্রিল
ছবি: রয়টার্স
৯ / ১০
পর্যটকদের ওপর হামলার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন ডাল লেকের নৌকাচালকেরা। শ্রীনগর, কাশ্মীর, ২৪ এপ্রিল
ছবি: এএফপি
১০ / ১০
হামলাস্থলের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পেহেলগাম, ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীর, ২৪ এপ্রিল
ছবি: এএফপি