নার্সারিতে ফুলের বাহার
শীত মৌসুমে নার্সারিগুলো ভরে ওঠে রঙিন ফুলে ফুলে। বাগানবিলাস, কসমস, মেলপুডিয়ামসহ নানা জাতের শীতকালীন ফুল একসঙ্গে ফোটে এ সময়। এসব ফুল কেনেন ফুলপ্রেমীরা। সারি সারি টব, ফুলের গন্ধ আর রঙের বৈচিত্র্যে নার্সারির পরিবেশ হয়ে ওঠে আকর্ষণীয়। এই ফুলগুলো যেন শহরের কোলাহলের ভেতরেও ছড়িয়ে দেয় প্রশান্তি।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯