বাজারে আসছে রসাল লিচু

রাঙামাটিতে বাগানে বাগানে লিচু সংগ্রহ শুরু হয়েছে। পাইকারেরা দল বেঁধে বাগান থেকে লিচু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আড়তে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ১০০টি লিচু বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়। বাগানমালিকেরা নিজেরাও নৌপথে লিচুসহ বিভিন্ন ফলফলাদি হাটে নিয়ে যাচ্ছেন। বিকিকিনিও চলছে হরদম। গত দুই দিনে ছবিগুলো রাঙামাটির কয়েকটি এলাকা থেকে তোলা।

১ / ১১
বাগান থেকে লিচু সংগ্রহ করছেন স্থানীয় এক পাইকার। সারা দিন লিচু সংগ্রহের পর সন্ধ্যায় চট্টগ্রাম শহরের আড়তে নিয়ে যান তিনি। গাদছড়া পাহাড়, রাঙামাটি।
২ / ১১
দেশি লিচুর ফলন বেশ ভালো হয়েছে এবার। থোকা থোকা ঝুলছে গাছে। বার্গী লেক ভ্যালি রিসোর্ট বাগান, রাঙামাটি।
৩ / ১১
গাছ থেকে লিচু সংগ্রহ করছেন এক শ্রমিক। বার্গী লেক ভ্যালি রিসোর্ট বাগান, রাঙামাটি।
৪ / ১১
বাগান থেকে লিচু কিনেছেন পাইকার, তা সংগ্রহ ও বাছাইয়ের কাজ করছেন পাহাড়ি নারী–পুরুষেরা। শিমুজ্জেছড়া পাহাড়, সদর উপজেলা, রাঙামাটি।
৫ / ১১
বাগান থেকে সংগ্রহ করা লিচু ঝুড়িতে ভরে গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। গোলাছড়ি গ্রাম, বড়াদম, সদর উপজেলা, রাঙামাটি।
৬ / ১১
পাইকারেরা লিচু কেনার পর তা আড়তে নেওয়ার জন্য অটোরিকশায় তুলছেন। বনরূপা সমতাঘাট, রাঙামাটি।
৭ / ১১
শহর থেকে আসা পাইকারেরা লিচু কেনার পর দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য তা ঝুড়িতে ভরছেন। বনরূপা সমতাঘাট, রাঙামাটি।
৮ / ১১
ঝুড়িভর্তি লিচু কাঁধে নিয়ে গন্তব্যে ছুটছেন এক বাগানি। বন্দুক ভাঙ্গা এলাকা, সদর উপজেলা, রাঙামাটি।
৯ / ১১
নৌপথে বিভিন্ন এলাকা থেকে লিচু নিয়ে ঘাটে এসেছেন এই বিক্রেতা। বনরূপা সমতাঘাট, রাঙামাটি।
১০ / ১১
বাগানমালিকদের কাছ থেকে লিচু কিনে তা ঝুড়িতে ভরে সাজিয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে এসব লিচু। বনরূপা সমতাঘাট, রাঙামাটি।
১১ / ১১
নৌপথে লিচুসহ বিভিন্ন ফলফলাদি নিয়ে ঘাটে এসেছেন বাগানিরা। বনরূপা সমতাঘাট, রাঙামাটি।