হাওরে মাটি ফেটে চৌচির

দেশের বিভিন্ন হাওর এখন সংকটের মুখে। খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানিপ্রবাহ। শুষ্ক মৌসুম শুরু হতেই হাওরের মাটি চৌচির হয়ে ফেটে গেছে। ধুলামাখা বিস্তীর্ণ জমি পড়ে আছে। অথচ বছরের এই সময়ে সেখানে কোমল কাদামাটি আর সবুজ বীজতলা থাকার কথা। হাওর অঞ্চলের সবচেয়ে বড় মৌসুমি কর্মযজ্ঞ হলো বোরো চাষ। সময়মতো চাষাবাদ না করলে ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। তাই পানি না থাকলেও তাঁরা নিজের মতো করে কাজ শুরু করেছেন।  

১ / ৯
স্বাভাবিক সময়ে যেসব জমিতে থাকে কোমল কাদা, সেখানে এখন পানির অভাবে ফাটল ধরেছে
২ / ৯
সরু খাল থেকে সেচযন্ত্র দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে
৩ / ৯
ফেটে চৌচির হাওরের মাটি
৪ / ৯
পোকামাকড় শিকারে ফিঙে উড়ছে
৫ / ৯
সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া হচ্ছে শুষ্ক জমিতে
৬ / ৯
সরু খাল দিয়ে জমিতে যাচ্ছে পানি
৭ / ৯
পানির অভাবে যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল
৮ / ৯
জমি চাষ করছেন এক কৃষক
৯ / ৯
কোথাও কোথাও বীজতলা তৈরি হলেও পুরোদমে রোপণ শুরু হয়নি