পূর্বাচলে গাড়ির প্রদর্শনী

দিনব্যাপী রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হলো জেনারেশন হুইলস নামের নতুন ও পুরোনো গাড়ির প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজন করে যুক্তরাজ্যের ইঞ্জিন অয়েল প্রতিষ্ঠান শেল হেলিক্স। এই গাড়ি প্রদর্শনীতে অংশ নেয় সাতটি ভিন্টেজ বা পুরোনো গাড়ির ক্লাব। সব মিলিয়ে ১১০টি পুরোনো গাড়ি প্রদর্শিত হয়। এ ছাড়া আরও অংশ নেয় বিভিন্ন দামি ব্র্যান্ডের ১৫০–এর বেশি নতুন গাড়ি। এসব গাড়ির মালিকেরাই প্রদর্শনীতে গাড়ি নিয়ে আসেন। আর মেলায় ১২টি নতুন গাড়ির ব্র্যান্ডও অংশ নেয়। সব মিলিয়ে নতুন ও পুরোনো তিন শতাধিক গাড়ি প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনী ঘুরে এ ছবির গল্প।

১ / ১১
জাগুয়ার গাড়িতে রয়েছে সেই পুরোনো অ্যালুমিনিয়ামের স্পোক হুইল। গাড়ির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চাকা ব্যবহার করা হয়েছে।
২ / ১১
৫০ বছরের বেশি পুরোনো ফক্সভাগেন গাড়ির সামনে ছবি তুলছেন প্রদর্শনীতে আসা দর্শক।
৩ / ১১
ভেসপা বাংলাদেশ কমিউনিটি প্রদর্শনীতে আছে ষাটের দশকের ভেসপা।
৪ / ১১
মার্সিডিজ বেঞ্জের সত্তরের দশকের গাড়ি ছিল প্রদর্শনীতে।
৫ / ১১
প্রদর্শনীতে সত্তরের দশকের ১৯৬৩ মরিস মিনি কুপার-এক্স-মন্টে কার্লো চ্যালেঞ্জ গাড়ি
৬ / ১১
১৯৭৪ সালের তৈরি নিশান ব্র্যান্ডের ডাটসন ১২০ ওয়াই মডেলের গাড়িটি নিয়ে আগ্রহ ছিল অনেকের।
৭ / ১১
যুক্তরাজ্যের গাড়ির ব্র্যান্ড মরিস গ্যারেজের ১৯৭১ সালে তৈরি বি সিরিজের পুরোনো মডেলের গাড়ি প্রদর্শিত হয়।
৮ / ১১
হোন্ডার স্টলে ছিল সুপার কাপ সি ৫০ মডেলের সত্তরের দশকের একটি মোটরসাইকেল।
৯ / ১১
যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জাগুয়ারের ৫৮ বছরের পুরোনো এস মডেলের (ডানে কালো রঙের) গাড়িটি প্রদর্শনীতে দেখা যায়।
১০ / ১১
সংগ্রাহকেরা এ প্রদর্শনীতে নতুন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের স্পোর্টস কার প্রদর্শন করে।
১১ / ১১
প্রদর্শনীতে ছিল ২০২৫ সালের নতুন মডেলের বিএমডব্লিউ আই সেভেন।