চা–বাগানে শাপলাপুকুর

চারপাশে সারি সারি সবুজ চা–গাছ। মাঝে ছোট ছোট তিনটি পুকুর। পুকুরের পানিতে ফুটে আছে অজস্র লাল শাপলা। অবারিত সবুজের মাঝে লালের এ মিশেল পুরো চা–বাগানের সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে তুলেছে। সিলেটের লাক্কাতুরা চা–বাগানের ভেতরে অপরূপ এ দৃশ্যের দেখা মেলে। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৮
সবুজ চা–বাগানের মাঝে পুকুরে ফুটেছে লাল শাপলা
২ / ৮
সকালের নরম রোদে লাল শাপলা পাপড়ি মেলেছে
৩ / ৮
সবুজ চা–বাগানের পাশে লাল শাপলার গালিচা
৪ / ৮
শান্ত জলে শাপলা ফুল
৫ / ৮
শাপলা ফুলের ওপর দিয়ে উড়ছে একটি ফিঙে
৬ / ৮
শাপলার পাতা ও ফুলে ছেয়ে গেছে পুকুরের জল
৭ / ৮
শাপলাপুকুরের পাশ দিয়ে বাগানে চা–পাতা তুলতে যাচ্ছেন নারী শ্রমিকেরা
৮ / ৮
পুকুরজুড়ে ফুটে রয়েছে লাল শাপলা