আলু রোপণে ব্যস্ত কৃষক

রংপুরে আমন ধান কাটা শেষ। এখন সেই জমিতে আলু রোপণ করছেন কৃষকেরা। পুরোদমে চলছে আলু রোপণের মৌসুম। কৃষক ও কৃষিশ্রমিকেরা দিনভর জমিতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামের পর গ্রাম শুধু আলু রোপণের ধুম। এখন রোপণ হলে ৯০ দিন পর এই আলু তোলা হবে। ছবিগুলো রংপুর সদর, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা

১ / ৮
রোপণের জন্য আলুর বীজ নিয়ে যাচ্ছেন কৃষক
২ / ৮
রোপণের আগে নানা রকমের সার মিশিয়ে জমিতে ছিটানো হবে
৩ / ৮
আলু রোপণের জন্য সুতলি টেনে সারি করা হচ্ছে
৪ / ৮
সারিতে লাঙল টানা হচ্ছে, এখানেই আলু বীজ ফেলা হবে
৫ / ৮
আলুর বীজ সারিতে ফেলছেন চাষি
৬ / ৮
দল বেঁধে জমিতে আলু রোপণের কাজ করছেন নারী কৃষিশ্রমিক
৭ / ৮
আলুর বীজ ঢেকে দিচ্ছেন এক নারী কৃষিশ্রমিক
৮ / ৮
আলু রোপণের কয়েক দিন পর থেকেই নানা রকমের যত্ন নেওয়া শুরু হয়েছে। জমিতে সেচ দিচ্ছেন কৃষক।