কুয়াশার চাদরে মোড়া নতুন বছরের প্রথম সকাল

যাত্রা শুরু হলো নতুন একটি বছরের। ২০২৫ সালের প্রথম দিন সকালে দেশের বিভিন্ন অঞ্চল ছিল কুয়াশায় ঢাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াশাঢাকা নতুন বছরের প্রথম সকালের তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের ছবির গল্প।

১ / ১০
কুয়াশায় মোড়ানো শীতের সকাল। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ঝিলপাড়, মিরপুর ১২, ঢাকা, ১ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১০
কুয়াশায় ঢেকে আছে চারপাশ। তখনো দেখা মেলেনি সূর্যের। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ১ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১০
কুয়াশা ও শীত উপেক্ষা করে সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন দুই শ্রমজীবী। বিরুলিয়া ব্রিজ, ঢাকা, ১ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১০
বন্দরনগর চট্টগ্রামে সকাল ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। কুয়াশার মধ্যে সড়কে চলাচল করছে যানবাহন। চট্টগ্রাম, ১ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ
৫ / ১০
ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে বিঘ্ন ঘটে। বন্দর এলাকা, চট্টগ্রাম, ১ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ
৬ / ১০
সিলেটে জেঁকে বসছে শীত। নতুন বছরের প্রথম সকালে শীতের পোশাক পরিয়ে এক শিশুকে নিয়ে বাইরে বেরিয়েছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১০
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে নৌকায় করে পারাপার হচ্ছেন লোকজন। কাজীরবাজার, সিলেট, ১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
শীতের সকালে কম্বল মুড়িয়ে ফুটপাতে ঘুমিয়ে আছেন এক ছিন্নমূল ব্যক্তি। উষ্ণতার খোঁজে তাঁর পা ঘেঁষে ঘুমিয়ে আছে একটি কুকুর। চৌহাট্টা, সিলেট, ১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
চারপাশে ঘন কুয়াশা। এর মধ্যে খড় বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলছে তিন চাকার যান। হাজীরহাট, রংপুর, ১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
কনকনে শীতের মধ্যে সকালে ওএমএসের চাল ও আটা কিনতে সারি ধরে দাঁড়িয়েছেন নারীরা। আশোকতলা, কুমিল্লা, ১ জানুয়ারি
ছবি: এম সাদেক