ঢাবিতে পেট কার্নিভ্যালে পোষা প্রাণীর মিলনমেলা

ডাকসুর সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘পেট কার্নিভ্যাল’। এই উৎসবে নিজেদের পোষা প্রাণীদের বর্ণিল সাজে সাজিয়ে নিয়ে আসেন প্রাণীপ্রেমীরা। র‍্যাম্প শো, ফান ইটিংসহ নানা আয়োজনে প্রাণীগুলো মুখর করে রাখে উৎসবকে। সঙ্গে ছিল পোষা প্রাণীদের জন্য চিকিৎসাসেবা, খাবার ও উপহারের বিশেষ ব্যবস্থাও।

১ / ১১
পেট কার্নিভ্যালে প্রিয় পোষা বিড়ালটিকে কোলে নিয়ে র‍্যাম্পে এই তরুণী
২ / ১১
জায়নাব-বিনতে-মাহবুব তাঁর প্রিয় মুরগি নিয়ে পেট কার্নিভ্যালে; নিজের নামের সঙ্গে মিল রেখে মুরগিটির নাম রেখেছেন ‘চিকি-বিনতে-মাহবুব’
৩ / ১১
পার্শিয়ান বিড়ালটিকে পেট কার্নিভ্যালে তার মালিক নিয়ে আসেন চোখে চশমা ও মাথায় হ্যাট পরিয়ে
৪ / ১১
দুই বন্ধু নিজেদের পোষা বিড়াল নিয়ে পেট কার্নিভ্যালের র‍্যাম্পে
৫ / ১১
লাসা আপসো প্রজাতির কুকুর উইলকে নিয়ে পেট কার্নিভ্যালে তার মালিক
৬ / ১১
কুকুর, বিড়াল ও কবুতরের পাশাপাশি কার্নিভ্যালে দেখা যায় একটি খরগোশও
৭ / ১১
পোষা কবুতর ‘হান্না’ স্বাচ্ছন্দ্যে পুরোটা সময় ছিল তার মালিক জেরিনের মাথার ওপর
৮ / ১১
যেন অস্থির না হয়ে পড়ে, তাই প্রিয় বিড়ালকে কোলে আগলে রাখেন এর মালিক
৯ / ১১
পোষা বিড়ালকে কাঁধে নিয়ে র‍্যাম্পে হাঁটছেন এক তরুণ
১০ / ১১
কার্নিভ্যালে পোষা বিড়ালদের জন্য ছিল ‘ফান ইটিং’ প্রতিযোগিতা
১১ / ১১
পেট কার্নিভ্যালে অংশ নেওয়া সব পোষা প্রাণী ও তাদের মালিকেরা এক ফ্রেমে